বিনোদন ডেস্ক: আজ ঐশ্বর্যা রাই এর ৫১ তম জন্মদিন। ঐশ্বর্যা রাই বা ঐশ্বরিয়া রাইহিসেবে পরিচিত, ১৯৭৩ সালে ১ নভেম্বর জন্মনে তিনি , একজন ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন মিস ওয়ার্ল্ড। অভিনয় জগতে পদার্পণ করার আগে তিনি মডেল হিসেবে কাজ করতেন এবং১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। সমগ্র কর্মজীবনে রাই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চল্লিশটিরও অধিক হিন্দী, ইংরেজি, তামিল, এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তাঁকে বলা হয়, “দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড ৷” ঐশ্বর্যর জন্মদিনে রইল এমন কিছু তথ্য যা অজানা আপনাদের ৷ গুনী এই অভিনেত্রীর আজ ৫১ তম জন্মদিন । মিস ওয়ার্ল্ড’ ঐশ্বর্য রাই বচ্চনের অপরূপ সৌন্দর্যের কারণে নেদারল্যান্ডে ফুলের বাগানের নাম রাখা হয়। প্রথম কোনও ভারতীয় হিসাবে কানস ফিল্ম ফেস্টিভ্যালে জুরি হওয়ার সুযোগ পান এই বিশ্বসুন্দরী ৷ অমিতাভ বচ্চনের পর তিনি দ্বিতীয় ভারতীয় যাঁর মোমের পুতুল রাখা হয় মাদাম তুসো মিউজিয়ামে ৷বাড়িতে বিশ্বসুন্দরীর একটা নিকনেম রয়েছে ৷ অনেকেই তাঁকে ‘গুল্লু মামি’ বলে ডাকেন ৷ তিনি ভীষণ ফুডি ও ইন্ডিয়ান কুইজিন খেতে পছন্দ করেন ৷ তিনি নাকি ডায়েট সেইভাবে মেনে চলেন না ৷রাই বিয়ে করেছেন ভারতীয় অভিনেতা অভিষেক বচ্চনকে এবং তিনি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের পুত্রবধূ।
Discussion about this post