বিনোদন ডেস্ক: আজানের সময় স্বেচ্ছায় গান থামিয়ে দেন এবং উপস্থিত দর্শকদের কাছে সামান্য সময় চান জনপ্রিয় বলিউড গায়ক সনু নিগম। কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত কনসার্টে মানবিক ও শ্রদ্ধাশীল আচরণের জন্য প্রশংসিত হয়েছেন তিনি।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শ্রীনগরের ডাল লেকের পাশে এসকে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত কনসার্টে গান গাইছিলেন সনু নিগম। হঠাৎ আজানের ধ্বনি শোনা গেলে তিনি মাইক্রোফোনে বলেন, ‘আমাকে দুই মিনিট সময় দিন, এখানে এখনই আজান শুরু হতে যাচ্ছে।’তার এই কথায় দর্শকরা হাততালি ও উচ্ছ্বাসে সাড়া দেন। আজান শেষ হওয়ার পর সনু আবার মঞ্চে ফিরে এসে অনুষ্ঠান চালিয়ে যান। দর্শকরা তার এই আচরণকে ‘অত্যন্ত শ্রদ্ধাশীল ও সংবেদনশীল পদক্ষেপ’ হিসেবে প্রশংসা করেছেন।উল্লেখ্য, ২০১৭ সালে সনু নিগম আজান সম্প্রচার নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন। সে সময় তিনি একাধিক টুইটে (বর্তমানে এক্স) লাউডস্পিকারে আজান প্রচারের সমালোচনা করে লিখেছিলেন, ‘ভারতে এই জোরপূর্বক ধর্মীয়তা কবে শেষ হবে? তিনি আরও বলেন, “এটা শুধু গুন্ডাগিরি।’তবে এবার সম্পূর্ণ ভিন্ন মনোভাবে আজানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজেকে নতুন করে উপস্থাপন করলেন। আজানের সময় কনসার্ট থামিয়ে শ্রদ্ধা প্রদর্শনের সনু নিগমের এই আচরণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, অতীতের বিতর্ক পেরিয়ে এই গায়ক এখন পারস্পরিক সম্মান ও সহনশীলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।























































Discussion about this post