ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে আজকেই মতামত দেবে আইন মন্ত্রণালয়। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে রবিবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, ‘আজ মন্ত্রণালয়ে গিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে কি না, এ বিষয়ে ফাইল দেখে মতামত দেওয়া হবে।’ তবে আনিসুল হক এ কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মতামত দিয়েছেন সেটিই আইনের অবস্থান এবং সেটাই সঠিক। অর্থাৎ আইনগতভাবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে আবার জেলে যেতে হবে। এরপর আদালতে আবেদন করতে হবে। আদালত অনুমতি দিলে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে ছোট ভাই শামীম এস্কান্দার গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। আবেদনটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এখন আইন মন্ত্রণালয়ের মতামতের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি।
Discussion about this post