চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ইসরাইল মোড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ আবু তাহির (৩৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার গভীর রাতে শিবগঞ্জ পৌরসভার ডায়মন্ড মাস্টারের মার্কেটের সমানে থেকে তাকে আটক করা হয়। আটক আবু তাহির রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার পালোপাড়া মহল্লার মকবুল হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা রবিবার গভীর রাতে পৌরসভার ডায়মন্ড মাস্টারের মার্কেটে অভিযান পরিচালনা করে আবু তাহিরকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ডগুলি জব্দ করা হয়। আটক আবু তাহিরের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Discussion about this post