ঢাকা: এখন থেকে কোনো মামলায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় থাকা আসামির আগাম জামিনের ক্ষেত্রে হাইকোর্ট আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এক আবেদনের শুনানি করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ রবিবার এই আদেশ দেন। এসময় গৃহকর্মী নির্যাতনের মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশ বাতিল করে দেন আপিল বিভাগ। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে তাদের নেওয়া জামিনও বাতিল করে দেন। একই সঙ্গে সৈয়দ আশফাককে নতুন করে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগ। গত ৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি ভবনের ৮তলা থেকে পড়ে আহত হন এক শিশু গৃহকর্মী। পরে ৯ বছরের ওই শিশুকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার দুদিন পর গৃহকর্তা সৈয়দ আশফাক ও তার স্ত্রী তানিয়া খন্দকার এবং আসমা আক্তার শিল্পী নামে অন্য একজনকে আসামি করে মামলা দায়ের করেন ভুত্তভোগী শিশুটির মা।
Discussion about this post