আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৪ ঘণ্টা ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে ফোনালাপে তিনি এ কথা বলেন। রবিবার সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে টেলিফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি আগামী ২৪ ঘণ্টা ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেন। কেননা, ইউক্রেনজুড়ে এখনো লড়াই চলছে। ব্রিটিশ সরকারের মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে জেলেনস্কি যে বলিষ্ঠ নেতৃত্বের পরিচয় দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছেন। বরিস জনসন ইউক্রেনে প্রতিরক্ষা সামগ্রী পাঠানোর নিশ্চয়তা দিয়েছেন। বলেছেন, এর জন্য যা করা দরকার যুক্তরাজ্য ও তার মিত্ররা তা করবে।
Discussion about this post