স্পোর্টস রিপোর্ট: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। সেপ্টেম্বর-অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজের আয়োজন করা হয়েছে। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম তিনটি ম্যাচ হবে দিবারাত্রির। এসব ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়, সিলেটের মূল স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ শুরু হবে দুপুর ২ টায়, সিলেটের আউটার ভেন্যুতে। ২৮ এপ্রিল প্রথম ম্যাচে ভারতীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। বাকি ম্যাচগুলো হবে ৩০ এপ্রিল ও ২, ৬, ২৪ মে।
Discussion about this post