স্পোর্টস রিপোর্ট: একটি-১ ম্যাচ খেলার জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের উদ্দেশে পাড়ি জমাবেন বাংলাদেশ নারী ফুটবল দল। এক বিবৃতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারপারসন(নারী) মাহফুজা আক্তার কিরণ এমন তথ্যই জানিয়েছেন। বাফুফের পক্ষ থেকে সিঙ্গাপুরকে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়া হয়। বাংলাদেশের দেয়া প্রস্তাব নাকোচ করেনি তারা। তবে আনুষ্ঠানিক ম্যাচ দুটি নয় একটিই আয়োজন করবে সিঙ্গাপুর। তবে দুটিই ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ১৮ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠিত হবে। আর অন্যটিতে দুদলের বাকি ফুটবলাররা অংশ নেবে। এ প্রসঙ্গে চেয়ারপারসন বলেন,‘আমরা দুটি ম্যাচের জন্য প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা চেয়েছে একটি খেলতে। তবে দুদলের বাকিদের নিয়ে পরদিন আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেটা হবে প্রস্তুতি ম্যাচ। কিন্তু থাকবে না মিডিয়া কভারেজ।’
Discussion about this post