স্পোর্টস রিপোর্ট: ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ‘উইমেন সুপার লিগ’-এর প্রথম আসর মাঠে গড়াবে আগামী ১৫ মে, যা শেষ হবে ৪ জুন। আর আন্তর্জাতিক মানের করতে দল হবে চারটি। খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। শনিবার (৮ এপ্রিল) বাফুফে ভবনে উইমেন সুপার লিগ আয়োজক কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা জানান বাফুফে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, আমরা প্রথম আসর ছোট পরিসরে আয়োজন করছি। কারণ, আমরা মানের দিকে কোনো আপোষ করতে চাই না। লিগের সর্বোচ্চ মান নিশ্চিত করতেই ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে। ১৫ মে থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হবে। চারটি দল অংশগ্রহণ করবে। একে অন্যের সঙ্গে রাউন্ড লিগ পদ্ধতিতে খেলবে। শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল ম্যাচ হবে।
Discussion about this post