ঢাকা: আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় বলে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় দলটি। আজ বুধবার (১৬ এপ্রিল) গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে জামায়াত। বৈঠক শেষে দলটির আমির ডা. শফিকুর রহমান এসব কথা জানান। তিনি জানান, সরকার ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলছে, তারা এতো দেরিতে নির্বাচন চান না। আগামী রমজানের আগে (ফেব্রুয়ারির শেষ দিকে রমজান শুরু) তারা নির্বাচন চান। মার্কিন প্রতিনিধি দলকে বিষয়টি জানানো হয়েছে। জামায়াত আমির বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন কি-না দেখতে চাই। আর আমাদের দৃষ্টি হচ্ছে, এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। নির্বাচন ছাড়াও আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াতে ইসলামী। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে মার্কিন শুল্ক আরোপ রহিতের বিষয়ে বিবেচনার আহ্বানও জানান তিনি।
Discussion about this post