ঢাকা: আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ এ তথ্য জানা গেছে। বঙ্গভবনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। এর আগে, আগামীকাল বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা বুধবার শপথ নেবেন। কাল সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। চলতি একাদশ সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ও স্পিকারের ব্যক্তিগত সচিব কামাল বিল্লাহ এই তথ্য জানান। গত ৭ জানুয়ারি (রোববার) সারাদেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুয়ায়ী নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করেছেন। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।
Discussion about this post