ঢাকা:আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে দুটি চিঠি যাবে বাংলাদেশ থেকে। রোববার (৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। হঠাৎ করে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, ‘একটি চিঠি যাবে প্রধান উপদেষ্টার কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে। আরেকটি চিঠি যাবে অর্থ উপদেষ্টার কাছ থেকে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর-এর কাছে। সরকারের এখনকার যে সিদ্ধান্ত সেগুলোই জানানো হবে চিঠিতে।’ তিনি বলেন, ‘কীভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরও বাড়ানো যায়, চিঠিতে সে বিষয় উল্লেখ থাকবে।যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিষয় সময় বাড়ানোর কথা থাকবে চিঠিতে।’বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, সয়াবিন বীজ, লোহা, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানো হবে। পোশাকের বাইরে রপ্তানি করা হবে অন্যান্য পণ্য।’
Discussion about this post