ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি) জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের সভা দুপুর ১২টায় জাপার চেয়ারম্যান জি এম কাদেরের অফিসে অনুষ্ঠিত হবে। মুলত দ্বাদশ জাতীয় সংসদে দলটির কী ভূমিকা হবে, সংসদীয় দলের নেতা, উপনেতা, হুইপ কে হবেন, সভায় এগুলো হবে আলোচ্য বিষয়। মুজিবুল হক চুন্নু বলেন, আমরা সংসদে বিরোধীদলীয় ভূমিকা রাখব। কারণ, আমরা দ্বাদশ জাতীয় সংসদে দল হিসেবে দ্বিতীয় রয়েছি। আমাদের সংসদীয় সভার সিদ্ধান্ত চূড়ান্ত হলে, তা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করা হবে। এক প্রশ্নের জবাবে বলেন, দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল কারা হবে, তা ঠিক করার এখতিয়ার স্পিকারের। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২ (১) (ট) বিধিতে বলা হয়েছে, ‘বিরোধী দলের নেতা’ অর্থ স্পিকারের বিবেচনা মতে যে সংসদ সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসংঘের নেতা। ’ সে হিসেবে বিরোধী দলের স্বীকৃতি প্রদানের বিষয়টি স্পিকারের একক এখতিয়ারের বিষয়। একটি সূত্র জানায়,আগামীকালের সভায় জাপার চেয়ারম্যান জি এম কাদের বিরোধী দলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা এবং মুজিবুল হক চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে। সংসদ সচিবালয়ের আইন শাখার এক কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচনের পর সরকার গঠনে ন্যূনতম ১৫১ আসনের বাধ্যবাধকতা থাকলেও বিরোধী দলের স্বীকৃতি প্রদানের বিষয়টি স্পিকারের একক এখতিয়ারের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post