স্পোর্টস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্থগিত হওয়া ম্যাচ বুধবার (৩১ জানুয়ারি) আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বোর্ড।বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।সূত্রটি জানায়, ম্যাচের সময়সূচিতেও আসতে পারে পরিবর্তন। বেগম জিয়ার জানাজার কারণে প্রথম ম্যাচ দুই ঘণ্টা পিছিয়ে ৩টায় অনুষ্ঠিত হতে পারে। দ্বিতীয় ম্যাচটিও ৬টার পরিবর্তে এক ঘণ্টা বা দুই ঘণ্টা পিছিয়ে শুরু হতে পারে।দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। আর দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। মঙ্গলবারের (৩০ ডিসেম্বর) টিকিট দিয়েই আগামীকাল খেলা দেখা যাবে। আজ বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে পুরো দেশ শোকে মাতম। ব্যতিক্রম ঘটেনি ক্রীড়াঙ্গনেও। দেশের প্রথম নারী ও তিন বারের প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করে বিসিবি।






















































Discussion about this post