ডেস্ক রিপোর্ট: বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। স্থানীয় সময় আগামী বৃহস্পতিবার জাদুঘরটি চালু করা হবে বলে জানা গেছে।মঙ্গলবার (২ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, সৌদির রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে যাত্রী তথা দর্শনার্থীরা এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখতে পারবেন। জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের একটি যৌথ সহযোগিতামূলক প্রকল্প। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলায় প্রাপ্ত নিদর্শনগুলোর প্রতিরূপের (রেপ্লিকা) সংগ্রহ প্রদর্শন করা হবে ওই উড়ন্ত জাদুঘরে। জাদুঘর পরিদর্শনের জন্য উড়োজাহাজে ওঠা যাত্রীরা ‘আর্কিটেক্টস অব এনসিয়েন্ট অ্যারাবিয়া’ নামের ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রও দেখতে পারেন। সৌদি আরবের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণা কমিশনের প্রধান রেবেকা ফুটি বলেন, আলউলা আরব পেনিনসুলার এক গুপ্তধন। ধীরে ধীরে এই রহস্য আবিষ্কার করা হয়েছে।
Discussion about this post