কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন (৫৫) আহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে উপজেলার কালিদাসপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীন ব্যক্তিগত কাজ শেষ করে কালিদাসপুর বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মোটর সাইকেলে করে দুজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেটে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীনের আঘাত খুব গুরুতর না হলেও কিছুটা রক্তক্ষরণ হয়েছে। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহত হয়েছেন। তাঁকে কুষ্টিয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা তাকে ছুরিকাঘাত করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Discussion about this post