ঢাকা : দলের ২১তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগ। বিকাল চারটায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে আওয়ামী লীগের সম্মিলিত বৈঠকে উপদেষ্টা পরিষদ থাকলেও এককভাবেই এটিই তাদের নিয়ে প্রথম সভা। এতে সভাপতিত্বে করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলন ও দ্বাদশ নির্বাচনের আগে ডাকা এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠকে পরিষদের সদস্যদের সঙ্গে জাতীয় সম্মেলন ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সবাইকে যথা সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন।
Discussion about this post