ঢাকা: গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত জনসম্মুখে আসার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নাৎসির থেকে নৃশংস।’ রোববার (১০ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে সমাবেশে এ কথা বলেন তিনি। উল্লেখ্য: নাৎসি ‘জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল’ এর সংক্ষিপ্ত নাম। ১৯১৯ থেকে ১৯৪৫ পর্যন্ত ছিল জার্মানির একটি রাজনৈতিক দল। আডলফ হিটলার ১৯২১ সালে দলটির নেতা হন। ১৯৪১ সালে হিটলারের নাৎসি বাহিনী সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে বসে এবং ব্যাপক নৃসংসতা চালায়। ১৯৪৩ সালের পর বড় বড় যুদ্ধে জার্মান বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ফিরবে, তবে ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ওপর হামলাকারীদের বিচার আওতায় আনার আহ্বান জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘শুধু রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের পুনর্নির্মাণ সম্ভব নয়। এর সঙ্গে তারুণ্যের সাহস কাজে লাগান। বিভাজনের রেখা টানবেন না।’ তিনি বলেন, ‘শুধু ভোটের জন্য এত তরুণ রক্ত দেয়নি। রাষ্ট্রের সংস্কারের জন্য জীবন দিয়েছে। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের সংস্কার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার শেষেই নির্বাচন।’
Discussion about this post