ঢাকা: আওয়ামী লীগ নেতাদের মীর জাফর হিসেবে চিনবে ভবিষ্যৎ প্রজন্ম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৩ সে) রাজধানীর উত্তরায় তুরাগ থানার আয়োজনে তীব্র দাবদাহে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ প্রশ্ন রাখেন। রিজভী বলেন, এই সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে সবই ডামি নির্বাচন, একতরফা নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সেই নির্বাচনে জনগণই ঠিক করবে তারা কাদের ক্ষমতায় বসাবে। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে সরকার বিএনপির জনসভা পণ্ড করেছে। ভারতের আগ্রাসন থেকে রক্ষার বীর হিসেবে জানবে বিএনপি নেতাদের, আর আওয়ামী লীগ নেতাদের মীর জাফর হিসেবে চিনবে ভবিষ্যৎ প্রজন্ম।
Discussion about this post