ঢাকা: আওয়ামী লীগের খেলার সামর্থ্য শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, লুডু খেলায় তিন ছক্কা মারলে রেজাল্ট শূন্য হয়। তিন ছক্কায় পোককা। আওয়ামী লীগ টানা তিন বার ক্ষমতায় এসে তিন ছক্কা মেরে পোককা হয়ে গেছে। তাদের খেলার সমর্থ্য আর বাংলাদেশ নাই। সোমবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্মর উদ্যোগে ‘বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর সাহসী ঘোষণাই ছিলো তূর্যধ্বনী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নেতা-কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ফুটবল খেলার নিয়ম জানেন তো? ৯০ মিনিটের খেলা। ৮৯ মিনিট পর্যন্ত যদি আপনাদের দখলে বল থাকে কোনো আপত্তি নাই। বাকি ১ মিনিটে দুইটা গোল হয়ে যেতে পারে। সুতরাং আপনারা হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছুই নাই। দিন ঘুরবেই। বিএনপির এই নেতা বলেন, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক এ সরকারকে কী বলেছে। রুপা হক এই সরকারকে বেঈমান বিশ্বাসঘাতক বলেছে। তিনি বলেছেন বাংলাদেশ রাষ্ট্রটা একটা দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন তারা যদি মনে করেন আমাদের জীবনটা কোনোরকমভাবে পাড় করে দিই। তাহলে এটা ভুল চিন্তা করবেন। আমাদের পরবর্তী প্রজন্মরা একটা সময় আমাদের কবরের সামনে দাঁড়িয়ে জবাবদিহি চাইবে। আমাদের জন্য এই ভবিষ্যৎ কেন তোমরা রেখে গেছো? হাজার রক্তের বিনিময়ে পরিচিত এই দেশ কেন একটা ভাগার দেশে পরিণত করে দিয়ে গেছে। সুতরাং আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা নির্দেশনা উপদেশ ও দিক দেখানোর পথ সেই পথে মুক্তিযুদ্ধের প্রজন্মরা এগিয়ে নিয়ে যাবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ ওলফাত, মুক্তিযোদ্ধা লে: করণেল জয়নাল আবদিন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সসুলতানা,বিলকিস ইসলাম প্রমুখ।
Discussion about this post