বিশেষ প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন এবং আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণের বিষয়টি সময়ই নির্ধারণ করবে। তিনি শনিবার (১১ জানুয়ারি) সিলেটে এক অনুষ্ঠানে এ কথা বলেন। সিইসি নাসির উদ্দীন জানান, “সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে। সেজন্য কাজ করছে সিইসি।” তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে।” এছাড়া, তিনি জানান, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধণ নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাসির উদ্দীন বলেন, “এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।” সিইসি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন।
Discussion about this post