স্পোর্টস রিপোর্ট: আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশকে জিতিয়েছিলো মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার মাটিতেও অসাধারণ বোলিং ও ব্যাটিং ধারাবাহিকতার সাক্ষর রেখেছে এই অলরাউন্ডার । তার প্রতিফলন পড়েছে আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ের ওয়ানডে ক্যাটাগরিতে। অলরাউন্ডার বিভাগে সেরা দশে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। শীর্ষে আছেন যথারীতি সাকিব আল হাসানই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন সাকিব। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে মিরাজ ৮ নম্বরে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং ২৩৫ পয়েন্ট। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৯ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে মিরাজ নিয়েছেন ৬১ রানে ৪ উইকেট। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৬ রান করার পর ৫৬ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। এমন পারফরম্যান্সের জন্য অলরাউন্ডার ক্যাটাগরির ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মিরাজ। সঙ্গে বোলারদের বিভাগে আগের মতো ৭ নম্বরেই আছেন মিরাজ। অলরাউন্ডার ক্যাটাগরিতে যথারীতি ১ নম্বর জায়গা ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪০৪। দ্বিতীয় থাকা মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ২৯৫।
Discussion about this post