ঢাকা: আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।রিজওয়ানা হাসান জানান, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে। তিনি বলেন, এই সিদ্ধান্তের পেছনে কী আইনি ভিত্তি রয়েছে এবং কোন প্রক্রিয়ায় আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব, তা খতিয়ে দেখা হচ্ছে।তিনি বলেন, বিষয়টা হচ্ছে যে—খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি (দুর্ভাগ্যবশত) খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।তিনি বলেন, অন্যান্য সময় আমরা কী বলি? দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও—যে কোনো দুটি দেশ, আমি বাংলাদেশ-ভারত, বাংলাদেশ-নেপাল এরকম বলছি না, ভারত-নেপাল, ভারত-মালদ্বীপ—এটা বলছি না, বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও—বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা, এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা (মোস্তাফিজকে বাদ দেওয়া) করা হয়েছে।’বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এ বিষয়ে সিদ্ধান্ত এখনই নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।মতবিনিময় সভায় দেশের গণমাধ্যম ব্যবস্থার সংস্কার নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, দীর্ঘ প্রতীক্ষিত ‘সম্প্রচার নীতিমালা অধ্যাদেশ’ আগামী এক মাসের মধ্যেই পাস হতে যাচ্ছে। বর্তমান সরকারের আমলেই এই আইনি কাঠামো চূড়ান্ত করে তা কার্যকর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিএসআরএফ-এর সদস্য ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় দেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।






















































Discussion about this post