স্পোর্টস ডেস্ক: অপেক্ষার প্রহর শেষে আর কয়েকদিন পরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। করোনার প্রকোপে গত মে মাসে ভারতে শুরু হওয়া এবারের আসর মাঝপথেই স্থগিত হয়ে যায়। এরপর ভেন্যু ও দিনক্ষণ বদলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে ফের শুরু হচ্ছে জমজমাট এই ক্রিকেট লিগটি। প্রথম পর্বের মতো যথারীতি দ্বিতীয় পর্বেও অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ফ্রাঞ্চাইজি এই লিগটিতে খেলতে এরই মধ্যে ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিয়েছেন তারা। আইপিএলের এবারের আসরে সাকিব আল হাসান খেলছেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। প্রথম পর্বে সাকিব দলে নিয়মিত সুযোগ না পেলেও শুরু থেকেই দারুণ ছন্দে থেকে দলে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন ‘কাটার মাস্টার’। আর তাই এই দু্ই তারকার উপস্থিতিতে আইপিএল নিয়ে বাংলাদেশি সমর্থকদের মাঝেও বাড়তি উন্মাদনা কাজ করছে।
মুস্তাফিজুর রহমানের দল ‘রাজস্থান রয়্যালস’
তারিখ প্রতিপক্ষ বাংলাদেশ সময় অনুযায়ী
২১ সেপ্টেম্বর পাঞ্জাব কিংস রাত ৮টা
২৫ সেপ্টেম্বর দিল্লী ক্যাপিটালস বিকাল ৪টা
২৭ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদ রাত ৮টা
২৯ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাত ৮টা
২ অক্টোবর চেন্নাই সুপার কিংস রাত ৮টা
৫ অক্টোবর মুম্বাই ইন্ডিয়ান্স রাত ৮টা
৭ অক্টোবর কলকাতা নাইট রাইডার্স রাত ৮টা
২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাত ৮টা
২৩ সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্স রাত ৮টা
২৬ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস বিকাল ৪টা
২৮ সেপ্টেম্বর দিল্লী ক্যাপিটালস বিকাল ৪টা
১ অক্টোবর পাঞ্জাব কিংস রাত ৮টা
৩ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদ রাত ৮টা
৭ অক্টোবর রাজস্থান রয়্যালস রাত ৮টা
Discussion about this post