বিনোদন ডেস্ক: ভারত সফরে এসে নতুন বিতর্কে পড়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা উইল স্মিথ। তাকে নিয়ে রসিকতায় মেতেছেন ভারতীয় কৌতুকশিল্পী বীর দাস। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এবার হয়তো কমেডিয়ানদের কীভাবে আইনি প্যাঁচে ফেলতে হয়, সেটা শিখতেই ভারতে এসেছেন উইল স্মিথ।’ ‘দেলহি বেলি’ খ্যাত কমেডিয়ান কাম অভিনেতা বীরের এই মন্তব্যে হাসির রোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। উইল স্মিথ ভারতে এসেছেন গত শনিবার। এদিন তিনি যখন মুম্বাই বিমানবন্দরে এসে নামেন, সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরেন উৎসুক জনতা ও পাপারাৎজিরা। সবার সঙ্গেই হাত নেড়ে হেসে কথা বলেন অভিনেতা। আগামী ১০ বছর যে উইল অস্কারের মঞ্চে নিষিদ্ধ, সে জন্য বিন্দুমাত্র জড়তা বা সংকোচ তার আচরণে দেখা যায়নি। সে নিয়ে আপ্লুত ভক্তরাও। জানা গেছে, সদগুরুর সঙ্গে দেখা করতে ভারতে এসেছেন উইল স্মিথ। কিছুদিন নিরিবিলিতে তার উপদেশ শুনে মন শান্ত করে আবার দেশে ফিরবেন- এমনটাই পরিকল্পনা। এর মধ্যেই আবার নতুন গুঞ্জন উস্কে দিয়েছেন উইলের হাতে চড় খাওয়া কমেডিয়ান ক্রিস রকের মা রোজ রক। তিনি বলেছেন, ‘আমার ছেলেকে আঘাত করার অর্থ আমাকেই আঘাত করা।’ উইলের চড়টা আসলে তার গায়েই লেগেছে। ঘটনার এক মাসের মাথায় সে কথাই মনে করিয়ে দিতে চাইলেন। তবে তার সঙ্গে এও বলেন, উইল পুরস্কার থেকে বঞ্চিত হন এমনটা তিনি চাননি। অস্কার কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বেশ কড়া। তবে উইল একবার ক্ষমা চাইতে পারতেন।
Discussion about this post