বিশেষ প্রতিবেদন: সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলা অভিযানটি পরিচালনা করে। অভিযানে অংশ নেয় কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা। জাহাজটির নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট মো. খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।কোস্ট গার্ড জানায়, ডাকাতদলটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের থামায়। পরে ঘটনাস্থল থেকে ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধারসহ দুই ডাকাতকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন খুলনার পাইকগাছা থানার বাসিন্দা মো. বাদশা গাজী ও মেহেদী হাসান।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা কুখ্যাত আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি এবং অস্ত্র ও রসদ সরবরাহের কাজ করতেন।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।সংস্থাটি সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।
Discussion about this post