স্পোর্টস রিপোর্ট: নিজের ১০০০তম ম্যাচের দিনে অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিলেন লিওলেন মেসি। কাতার বিশ্বকাপে নকআউটের দ্বৈরথ কাটিয়ে অস্ট্রেলিয়াকে বিদায় করে সেরা আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। মেসি, আল্ভারেজের গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আকাশি-নীলরা। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আহমদ বিন আলি স্টেডিয়ামে মাঠে নামে দুদল। ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত এক গোলে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওলেন মেসি ডি-বক্সের ভেতরে বাঁ পায়ে দুর্দান্তএক শট নিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণ ভেঙে গোল আদায় করেন। তার গোলে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৫৭ মিনিটে আলাভারেজের গোলে ব্যবধান বাড়ায় মেসিরা। অপরদিকে ম্যাচের ৭৭ মিনিটে আর্জেন্টাইন মিড ফিল্ডার ফার্নান্দেজের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। তবে তারা আর ম্যাচে ফিরিতে পারেনি। ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে মেসিদের দাপটে অস্ট্রেলিয়া আর্জেন্টিনা গোল বারে মাত্র ৫টি শট নিয়েছিল। এর মধ্যে একটি ছিল গোল বরাবর। অপরদিকে মেসিদের আক্রমণে জর্জরিত হয় অস্ট্রেলিয়ার রক্ষণভাগ। ১৫টি শট নেয় আর্জেন্টিনা। এর মধ্যে দুটো গোল আদায় করে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।
দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে:
আর্জেন্টিনা (৪-৩-৩): এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, পাপু গোমেজ, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।
অস্ট্রেলিয়া (৪-১-৪-১): অস্ট্রেলিয়ার শুরুর একাদশ: ম্যাট রায়ান, ডেগেনেক, কেই রোলেস, হ্যারি সুটার, আজিজ বেহিচ, বাকুস, অ্যারন মুই, জ্যাকসন ইরভিন, ম্যাকগ্রি, ম্যাথু লেকি, মিচেল ডিউক।
Discussion about this post