বিশেষ প্রতিনিধি: কুলিয়ারচর পৌর সভার খড়কমারা (চারারবন) এলাকার বাসিন্দা মৃত কডু মিয়ার ছেলে অসহায় রজব আলী’র পাশে দাঁড়ালো অরাজনৈতিক ও অলাভজনক আত্মসামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান ‘চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’। জানা যায়, দীর্ঘদিন ধরে গুরুতর লিভার অসুস্থতায় ভুগছেন রজব আলী। ডাক্তার বলেছে অপারেশনের জন্য। মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে অপারেশন করলেও দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই অসম্ভব হয়ে পড়েছে রজব আলীর এমনকি নেই মাথা গোঁজার মতো তার নিজস্ব কোন ভিটে বাড়ী! তিনি নিজ এলাকায় এলাইছ মিয়ার বাড়িতে থাকেন বলে জানা যায়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার কষ্টের সংসার। রিকসা চালিয়ে কোন রকমে সংসার চালাতেন। অসুস্হতায় সে পথও বন্ধ। এক দিকে চিকিৎসার খরচ অপর দিকে সংসার চালাতে হিমসীম খাচ্ছেন রজত আলী । ঠিক তখনি অসহায় রজত আলী’র খবর পেয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন চেতনার নিবাহী পরিচালক মোঃ আসিফুল হক। তিনি চেতনা কুলিয়ারচর ব্রাঞ্চকে নিজস্ব তহবিল থেকে অসহায় রজব আলী কে আর্থিক সহযোগিতা করার জন্য নির্দেশ দেন। ১৯ শে নভেম্বর সংস্হার নির্বাহী পরিচালক মোঃ আসিফুল হকের পক্ষে মনিটরিং অফিসার মোঃ জাকিরুল ইসলাম চৌধুরী রোগীর হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর ব্রাঞ্চের সিনিয়র লোন অফিসার মোঃ স্বপন নিয়াসহ রোগীর আত্মীয় ও পরিবারের লোকজন। এসময় অসুস্থ রজব আলী চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’ নির্বাহী পরিচালকসহ সংস্থার সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উপস্থিত সকলে রোগীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
























































Discussion about this post