আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করেন, সংসদ কক্ষ ত্যাগের সময় নারীদের লক্ষ্য করে ফ্লাইং কিস ছুড়েছেন রাহুল গান্ধী। ভারতের লোকসভায় বুধবার (৯ আগস্ট) কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ফ্লাইং কিস বিতর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে এবার দেশটির কংগ্রেস বিধায়ক নীতু সিং-এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তাকে বলতে শোনা গেছে, ‘ইয়াং উইম্যানের (অল্প বয়সী নারীদের) কোনো অভাব নেই আমাদের নেতা রাহুল গান্ধীর। তার যদি ফ্লাইং কিস দেওয়ারই থাকে সেক্ষেত্রে তিনি কোনো নারীকে দিতেন। কেন ৫০ বছরের বুড়ি স্মৃতি ইরানিকে তা দিতে যাবেন তিনি? এ যাবতীয় অভিযোগ ভিত্তিহীন।’ এদিকে তার এমন মন্তব্যে পাল্টা জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি বলেন, ‘এ মন্তব্য অত্যন্ত লজ্জাজনক।’ কংগ্রেসকে নারী বিরোধী দল বলে আক্রমণ করেছেন তিনি। পাশাপাশি রাহুল গান্ধীকে বাঁচানোর জন্য যেকোনো সীমা পার করতে পারে কংগ্রেসের লোকজন, এমনটাও অভিযোগ তুলেছেন তিনি। যা নিয়ে বিতর্ক বুধবার রাহুল গান্ধী অনাস্থা প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার পর সংসদ কক্ষ ত্যাগ করেন। তবে এরপর পাল্টা আসরে নেমে স্মৃতি ইরানি অভিযোগ করেন, সংসদ কক্ষ ত্যাগের সময় ফ্লাইং কিস দিয়েছিলেন রাহুল। স্মৃতি বলেন, ‘কংগ্রেস সাংসদ অসংসদীয় আচরণ করেছেন। এর আগে কখনো সংসদে এ ধরনের ঘটনা ঘটেনি।’ তিনি বলেন, ‘আমার আগে যিনি বক্তব্য রেখে গেলেন তিনি অসভ্য আচরণ করেছেন। একজন নারীবিদ্বেষী পুরুষই কেবলমাত্র সংসদে বসা নারীদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়তে পারেন। এর আগে সংসদে কেউ এ ধরনের আচরণ করেননি। পুরো দেশ গান্ধী পরিবারের সংস্কার দেখল।’ উল্লেখ্য, এ ঘটনায় বিজেপির ২১ জন নারী সংসদের স্পিকার ওম বিড়লার নিকট রাহুল গান্ধীর বিরুদ্ধে নালিশ জানান।
Discussion about this post