বিনোদন ডেস্ক: নভেম্বরের শেষ সপ্তাহে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছিল অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’। সে সময় এই নির্মাতা জানিয়েছিলেন, ডিসেম্বরে নয়তো নতুন বছরের শুরুর দিকে তিনি ছবিটি মুক্তি দিতে চান। বিজয়ের মাস শেষ হচ্ছে শুক্রবার। কিন্তু মুক্তি পায়নি ‘অমানুষ’। তবে দ্বিতীয় সম্ভাবণাও তো আছেই। সেটাই হচ্ছে। নির্মাতা অনন্য মামুন গণমাধ্যমকে জানিয়েছেন, শুরুর দিকে না হলেও আগামী ২৮ জানুয়ারি মুক্তি পেতে চলেছে তার ‘অমানুষ’। আলোচিত এই পরিচালক বলেন, ‘অমানুষ’ আমার পরিচালিত ১৬তম সিনেমা। এর গল্প এবং অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। নতুন অনেক কিছুর সঙ্গে পরিচিত হবে আমাদের দর্শকরা। এই সিনেমার প্রতিটি চরিত্রই তাদের মুগ্ধ করবে বলে আশা করছি।’ ‘অমানুষ’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন ও রাফিয়াত রশীদ মিথিলা। গায়ক-অভিনেতা তাহসান রহমানের সাবেক ও ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জীর বর্তমান স্ত্রী মিথিলার এটি প্রথম সিনেমা। ছবিটি দেখে প্রথমে একটি সংশোধনী দিয়েছিল সেন্সর বোর্ড। পরে সংশোধনীর মাধ্যমেই ছাড়পত্র পায় ‘অমানুষ’। নিরব-মিথিলা ছাড়াও এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকে।
Discussion about this post