বিনোদন ডেস্ক: বলিউডের বিতর্কের রানি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার রাতে এ খবর টুইটারে জানান আরেক কিতর্কিত অভিনেত্রী শার্লিন চোপড়া। তার অভিযোগের ভিত্তিতেই রাখিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন শার্লিন। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী দাবি করেন যে, আম্বোলি পুলিশ গ্রেপ্তার করেছে রাখি সাওয়ান্তকে। কিন্তু কী কারণে এই গ্রেপ্তারি? টুইটে একটি এফআইআরের উল্লেখ করেন শার্লিন। সেই এফআইআরের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে রাখিকে। শার্লিন তার টুইটে লেখেন, ‘ব্রেকিং নিউজ। আম্বোলি পুলিশ গ্রেপ্তার করেছে রাখিকে। ৮৮৩/২০২২ এই এফআইআরের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। গতকাল মুম্বাই সেশন কোর্ট রাখি সাওয়ান্তের আবেদন বাতিল করে দিয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ শার্লিনের অভিযোগ ছিল যে, বিগ বসের সাবেক প্রতিযোগী রাখি সাওয়ান্ত নাকি তার আপত্তিজনক ছবি ও ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে রাখির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছিলেন শার্লিন। সাজিদ খানের বিরুদ্ধে ‘মি টু’ আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন শার্লিন। সেই সময় শার্লিনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাখি। এমনকি শার্লিনকে নিয়ে মজাও করেছিলেন। পরে শার্লিন রাখির অভিযোগের বিরুদ্ধে বলেছিলেন যে, ‘কাজ নেই রাখির। জিমে গিয়ে বডি তো বানাতে পারে? কিন্তু সেদিকে নজর নেই। শুধু পাপারাৎজিদের সঙ্গে ঘোরে।’
Discussion about this post