বিনোদন ডেস্ক: অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি হবার ঘটনা ঘটেছে। চুরি হয়েছে অলংকার টাকাসহ মূল্যবান সব জিনিসপত্র। খবরটি ফেসবুকে মনিরা মিঠু নিজেই জানিয়েছেন। সবাই হাসপাতালে থাকায় ফাঁকা ছিল মিঠুর বাসা। এই সুযোগেই হয়েছে চুরি। এমনটা উল্লেখ করে আজ রবিবার নিজের ফেসবুকে মিঠু লিখেছেন, ‘বাসার সবাই হাসপাতালে ছিল আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস গহনা, টাকা সব চুরি হয়ে গেছে।’ তবে এতে ভেঙে পড়েননি মিঠু। এমনটা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘মেরুদন্ড তো আমার একটাই, আল্লাহ তায়ালা সেই মেরুদন্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব,ইনশাআল্লাহ, আল্লাহ আমার উপর সহায় হবেন, আল্লাহ ভরসা।’ মনিরা মিঠু এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী
Discussion about this post