বিনোদন ডেস্ক: অভিনেতা, নির্মাতা, কবি ও সম্পাদক তারেক মাহমুদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অভিনেতার ঘনিষ্ঠজনরা জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে রামপুরার নিজ বাসাতেই হৃদরোগে আক্রান্ত হন তারেক মাহমুদ। রাত সাড়ে ১২টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় মগবাজার কমিউনিটি হাসপাতালে। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, গতকাল রাতেই অভিনেতার মরদেহ গ্রামের বাড়ি পাবনা নিয়ে যাওয়া হয়। আজ জুমার নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে। তারেক মাহমুদ ‘চটপটি’ নামের একটি সিনেমা পরিচালনা নিয়ে বিশেষ উচ্ছ্বসিত ছিলেন। প্রায় তিন দশক ধরে ‘পথিক’ নামে একটি লিটল ম্যাগ সম্পাদনা করে আসছিলেন।
Discussion about this post