বিনোদন ডেস্ক: অভিনেতা জিৎ ঘরে এলো নতুন অতিথি। সোমবার (১৬ অক্টোবর) পুত্র সন্তানের বাবা হয়েছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবর জানিয়ে তিনি লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি। আমাদের পুত্র সন্তানেক স্বাগত জানালাম আমাদের এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’ অভিনেতার জীবনের এমন সুখবর শুনে তারকা, অভিনেতার অনুরাগী সকলেই ভালোবাসা জানিয়েছেন তাদের পরিবারকে। শুভেচ্ছাবার্তার বন্যা বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছে নায়ক জিৎ এর নতুন ছবির প্রথম ঝলক। ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তার নতুন ছবি ‘মানুষ’। তার আগেই যেন পুজোর উপহার পেলেন অভিনেতা। এর আগে জিৎ এবং তার স্ত্রী মোহনা জানিয়েছিলেন, তারা তিন থেকে চার হতে চলেছেন। সেই ছবিতে মোহনার স্ফীতোদর দেখেই অনেকে আন্দাজ করছিলেন, খুব বেশি দেরি নেই অতিথি আগমনের। দেবীপক্ষের শুরুতেই যেন মদনানি পরিবারে খুশির হাওয়া। দিন কয়েক আগেই টলিপাড়ার আরেক দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল মোহনা-জিতের।
Discussion about this post