সময়ের উদীয়মান অভিনেতা রানা খান। অভিনয়কে ভালোবেসে নিয়মিত কাজ করছেন ইউটিউব ও ফেসবুক ফ্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়ায় কল্যাণে নিজেকে প্রস্ফুটিত করে যাচ্ছেন প্রতিনিয়ত। অভিনয়কেই পেশা হিসেবে নিতে অভিনয়েই নিজেকে ব্যস্ত রাখছেন এই অভিনেতা। করেছেন অসংখ্য নাটকে অভিনয়। ইউটিউব ও ফেসবুকের সামাজিক কন্টেন্টেও নিয়মিত কাজ করছেন এই অভিনেতা। ‘ম্যাডামের চরিত্র’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও এখন পর্যন্ত কাজ করেছেন হাজারের অধিক নাটকে। ‘ভালোবাসার তাজমহল’,’ভালোবাসার ময়না’, ‘এক বুক জালা’, ‘ভাইয়ের ছেলে মুচি’,’মেন্টাল রানা’, ‘তুই স্কুল আমি কলেজে’ এর মত নাটকগুলোতে অভিনয় করে বেশ সাড়া পেয়েছেন এই অভিনেতা।
অভিনেতা রানা খান বলেন, অভিনয় শুধু আমার পেশা নয় এটা আমার নেশার মত। আমি সারাজীবন অভিনয় করে যেতে চাই। অভিনয় করতে ভালোবাসি খুব। এখন পর্যন্ত হাজারের অধিক নাটক ও বিভিন্ন সামাজিক কন্টেন্টে অভিনয় করেছি । ইউটিউব ও ফেসবুকে আমার কাজগুলো বেশ প্রশংসিত হচ্ছে। যা থেকে আমি অনুপ্রাণিত হচ্ছি আরও ভালো অভিনয় করতে। দর্শকদের ভালোবাসা নিয়ে অভিনয়ে নিজেকে সমার্পন করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
Discussion about this post