ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আগামী কয়েক দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে। এ ছাড়া চাঁদপুর, রাজশাহী, খুলনা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। গতকাল সোমবার সন্ধ্যায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদপ্তরটি। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া, বিজলি চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ’
Discussion about this post