ঢাকা: পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই) চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এর আগে তাদের পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয়। আজ রোববার (৫ জানুয়ারি) সকালে সচিবালয়ের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। এসময় সচিবালয়ের সামনে কমপক্ষে দুইশ জনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, ‘লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’। উল্লেখ্য, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এসআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ রয়েছেন ২৮৮ জন এবং নারী ৩৩ জন।
Discussion about this post