আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ত্রিপুরা পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এল ডারলং সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান। এল ডারলং বলেন, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে আগরতলা শহরের রামনগর ৫নং এলাকা থেকে আর্মি ইন্টেলিজেন্ট ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশিদের আটক করা হয়। তাদেরকে আটকের পর পশ্চিম আগরতলা থানায় নেওয়া হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন, বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাংলাদেশিরা জানান, তারা কাজের সন্ধানে ত্রিপুরায় প্রবেশ করেন। তারা সবাই পেশায় রাজমিস্ত্রি। আটক বাংলাদেশিদের কাছে পাসপোর্ট-ভিসা বা বৈধ কাগজপত্র না পাওয়ার কারণে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।
Discussion about this post