ঢাকা: বিএনপির ৬০ লাখ নেতাকর্মী কারাবন্দী’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবি নাকচ করে দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিবকে চ্যালেঞ্জ করে এসব কারাবন্দির তালিকা চেয়েছেন তিনি। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই তালিকা চান। এসময় সেতুমন্ত্রী বলেন, বিএনপির কাছে ইতিবাচক রাজনীতি আশা করা যায় না, তাদের লক্ষ্য স্বাধীনতাকে ধ্বংস করা। এসময় তিনি আরও বলেন, বিএনপি স্বাধীনতাকে ধ্বংস করার জন্য ক্ষমতায় আসতে চায়। আমি মির্জা ফখরুল ইসলামকে চ্যালেঞ্জ করছি। ছিল ২০ হাজার, হয়ে গেল ৬০ লাখ! অবিলম্বে ৬০ লাখ বন্দীর তালিকা প্রকাশ করুক। না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।
Discussion about this post