ডেস্ক রিপোর্ট: অবশেষে ১৯ বছরের সংসার ভেঙে গেল ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিনের। তিনি ও তার স্বামী মার্কাস রাইকোনেন বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বুধবার (১০ মে) বিচ্ছেদের ঘোষণা দিলেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানান, আমরা দুইজনেই বিচ্ছেদের আবেদন করেছি। ১৯ বছর এক সঙ্গে থাকা ও আমাদের প্রিয় কন্যার জন্য কৃতজ্ঞ। তিনি বলেন, ‘আমরা এখনও ভালো বন্ধু এবং একে অপরের ওপর শ্রদ্ধাশীল। ভবিষৎ এ পরিবার হিসেবে আমরা এক সঙ্গে সময় কাটাবো।’ মারিনের স্বামী মার্কাস রাইকোনেন একজন ব্যবসায়ী ও সাবেক পেশাদার ফুটবলার। দীর্ঘ সম্পর্কের পর ২০২০ সালে তাদের বিয়ে হয়। গত এপ্রিলে ফিনল্যান্ডের সংসদ নির্বাচনে হেরে যান মারিন। এতে জয়লাভ করে দেশটির ডানপস্থি দল ন্যাশনাল কোয়ালিশন পার্টি। তবে নতুন জোট সরকার গঠনের পূর্ব পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বছরের আগস্টে পার্টি করার ভিডিও ফাঁস হওয়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয় সানা মারিনকে নিয়ে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি দেশটির কয়েকজন সেলিব্রেটি ও তার বন্ধুদের সঙ্গে নাচছেন ও গান গাইছেন। এ ঘটনায় বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েন সানা মারিন। পরে তিনি ড্রাগ টেস্ট করান এবং তার ফলাফল নেগেটিভ আসে।
Discussion about this post