ঢাকা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) টানা ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে মুক্ত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে প্রশাসনিক ভবনের তালা খুলে দিলে তারা নিজ বাসভবনে ফিরে যান। এর আগে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য ও উপ-উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। দীর্ঘ ১৩ ঘণ্টা পর রাত ১টায় আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। প্রসঙ্গত, আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার দুপুরে হাইকোর্ট উক্ত নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ দিলে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। এদিকে শাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, বিএনপিপন্থী শিক্ষকদের নির্বাচনে দায়িত্ব পালনে অস্বীকৃতি এবং ছাত্রদলের ইসি ভবন ঘেরাও কর্মসূচির ফলে ক্যাম্পাসে অচলাবস্থা তৈরি হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা শাবিপ্রবির প্রধান ফটক সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কও অবরোধ করেন। অবরুদ্ধ থাকার পরে মুক্ত হওয়ার বিষয়টি রাত ১ টা ২০ মিনিটে নিশ্চিত করেন শাবির প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম। তিনি জানান, এইমাত্র বাসায় পৌঁছলাম। এ ছাড়া আর তিনি কোনো মন্তব্য করেননি। শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্বাচনের দাবিতে তারা অনড় থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।






















































Discussion about this post