ঢাকা: অবশেষে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারত যেতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়া বিমানে করে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন হাফিজ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করছেন। গত মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাফিজ উদ্দিন আহমদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। কিন্তু তার লাগেজও উঠে যায় বিমানে। কিন্তু বিমানে উঠতে পারেননি মেজর হাফিজ। এয়ারপোর্টে থেকে তাকে ফেরত পাঠানো হয়। তবে সেই যাত্রায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী ভারত গেছেন। বিষয়টি নিয়ে বুধবার (১৩ ডিসেম্বর) হাফিজ উদ্দিন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটে তাকে বাংলাদেশ ত্যাগ ও বিদেশ থেকে দেশে ফেরার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি।
Discussion about this post