স্টাফ রিপোর্টার: বহুদিন ধরে গুঞ্জন, বলিউডে অভিষেক করতে চলেছেন ইন্ডাস্ট্রির বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। অবশেষে সেই দিন ঘনিয়ে আসছে বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে বাবার মতো অভিনেতা হিসেবে নয়, অন্য ভূমিকায় দেখা যাবে কিং খানের ছেলেকে। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, অভিনয়ে বিশেষ আগ্রহ নেই আরিয়ানের। বরং ক্যামেরার পেছনে কাজ করতে চান তিনি। সেই হিসেবে গুঞ্জন ওঠে, পরিচালকের ভূমিকায় দেখা যাবে তাকে। সেই গুঞ্জনকে সত্যি করে ইতোমধ্যে নাকি কাজে নেমে পড়েছেন আরিয়ান। ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার খবর বলছে, এরইমধ্যে বেশ কয়েকটি ছবির আইডিয়া নিয়ে চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন শাহরুখপুত্র। কিং খান বরাবরই আরিয়ানের লেখার প্রতি প্রেম নিয়ে কথা বলেন। ছেলে এবার পাকাপাকিভাবে বলিউডে চিত্রনাট্যকার, পরিচালক হিসাবে অভিষেক করতে চলেছেন। যে যে বিষয় কাজ করছেন আরিয়ান, তার মধ্যে একটি আমাজন প্রাইমের ওয়েব সিরিজ। এই সিরিজটি নির্মিত হবে থ্রিলার গল্পে। এক ভক্তের জীবনের গল্প উঠে আসবে সেখানে। অন্য হলো একটি ফিচার ফিল্ম, যেটি প্রযোজনা করবে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। যদিও এ বিষয় সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। যদি সব ঠিকঠাক চলে, তবে এ বছরই শুরু হতে পারে ওয়েব সিরিজটির শুটিং। আপাতত চলছে চিত্রনাট্যের কাজ। ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা মাথায় রেখেই লেখা হচ্ছে সেটি। এছাড়া রেড চিলিজ এন্টারটেইনমেন্টের একাধিক প্রোজেক্টে লেখক বিলাল সিদ্দিকীর সঙ্গেও লিখছেন আরিয়ান।
Discussion about this post