বিশেষ প্রতিনিধি: বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে বন্ধ হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত থেকে ছেড়ে আসা এয়ার অ্যারাবিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। শুক্রবার (১০ মে) সকাল ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। প্রায় ১২ মিনিট পর উড়োজাহাজটিকে নিরাপদে টেনে রানওয়ে থেকে সরিয়ে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গেছে, ১৯১ জন যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল উড়োজাহাজটি। তবে মাঝ আকাশে হাইড্রোলিক প্রেশারে সমস্যার শনাক্ত করেন উড়োজাহাজের ক্যাপ্টেন। বিষয়টি বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। অবতরণের পরপরই রানওয়েতে বন্ধ হয়ে যায় উড়োজাহাজটি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানিয়েছেন, শারজাহ থেকে আসা উড়োজাহাজটির ক্যাপ্টেন মাঝ আকাশে হাইড্রোলিক প্রেশারে সমস্যা শনাক্ত করেন। তিনি বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলকে জানানোর পর আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। অবতরণের পরপরই উড়োজাহাজটি রানওয়েতে বন্ধ হয়ে যায়। তসলিম আহমেদ জানান, সকাল আটটা ৪০ মিনিটে এ ঘটনার পর মাত্র ১২ মিনিটের মধ্যে উড়োজাহাজটি নিরাপদে টার্মিনালের সামনে টেনে নিয়ে আসি আমরা। এ কারণে বিমানবন্দরের কোনো ফ্লাইট বিপর্যয় হয়নি। ক্যাপ্টেনও দক্ষভাবে বিষয়টি সামেলেছেন।
Discussion about this post