কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে তানজিয়া নামে অপহৃত দুই বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে রাজধানীর চকবাজার এলাকা থেকে ওই শিশু উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপহরণকারীর নাম মোহাম্মদ তারেক (২০)। তিনি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কুলচক গ্রামের শহীদ ভূঁইয়ার ছেলে। তিনি একটি হোটেলে কর্মরত। জানা যায়, গত ২০ অক্টোবর উপজেলার মনু বেপারির ঢাল এলাকা থেকে এ অপহরণের ঘটনা ঘটে। পরে মুঠোফোনে কল করে মুক্তিপন দাবি করা হয়। ঘটনার পর শিশুটির বাবা মো. সোহেল রানা বাদী হয়ে থানায় অপহরণ আইনে মামলা করেন। অপহরণের ২৪ ঘন্টার মধ্যে রাজধানীর চকবাজার এলাকা থেকে অপহরণকারী মো তারেককে গ্রেপ্তার করে পুলিশ। অপহরণের শিকার শিশুর বাবা সোহেল বলেন, কৌশলে তার ভাড়াটিয়া বাসা থেকে তাহার দুই বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যান তারই হোটেলর কর্মচারী। পরে মোবাইল নাম্বারে ফোন করে মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পুলিশকে অবগত করিলে পুলিশ থানায় মামলা নিয়ে শুক্রবার সকালে সোয়ারীঘাট এলাকা থেকে তার মেয়েকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, শিশু তানজিয়ার অপহরণের ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় অপহরণ আইনে মামলা দায়ের করলে ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার ও শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে শিশু নির্যাতন দমন আইন ৭ এবং ৮ ধারা মামলা রূজু করা হয়েছে।
Discussion about this post