আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন অন্য একটি ট্রেনের ছয়জন যাত্রী। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (১১ এপ্রিল) গভীর রাতে শ্রীকাকুলামে ঘটনাটি ঘটে। রাজ্যের পুলিশ বলছে, শ্রীকাকুলামের বটুয়া গ্রামের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে পড়ে গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি। ট্রেন থেমে যাওয়ার কারণে বেশ কয়েকজন যাত্রী রেললাইনে নেমে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই উল্টো দিক থেকে ছুটে আসছিল কোণার্ক এক্সপ্রেস। এসময় কেউ কেউ সরে যাওয়ার সুযোগ পেলেও ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত হন আরও বেশ কয়েক জন। শ্রীকাকুলাম জেলার পুলিশ সুপার জি রাধিকা বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গুয়াহাটি এক্সপ্রেসেরই কিছু যাত্রী চেন টেনে ট্রেনটিকে থামায়। ট্রেন থামতেই কিছু লোক রেললাইন পার করার চেষ্টা করছিলেন। তখনই উল্টো দিক থেকে আসা কোণার্ক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে ছয়জনের। এ ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি দুঃখপ্রকাশ করেছেন। আহতদের দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশও দিয়েছেন তিনি।
Discussion about this post