ঢাকা: অন্তর্বর্তী সরকার কী কী সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে মির্জা ফখরুল একথা বলেন। এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কী কী সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় ভারত। পারষ্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত-ভারত-বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত বলেও মন্তব্য তার।
Discussion about this post