স্পোর্টস রিপোর্ট: চার মাস আগের কথা। সেবার তলপেটে ব্যথা নিয়ে টোকিওর প্যান প্যাসিফিক ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন নাওমি ওসাকা। গত রবিবার নাম প্রত্যাহার করে নেন নতুন মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন থেকেও। তখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। অবশেষে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা নাওমি ওসাকা নিজেই জানালেন। এক টুইটে জানিয়েছেন, মা হতে চলেছেন জাপানি তারকা। যার ফলে ২০২৪ সালের আগে আর টেনিসের কোর্টে দেখা যাবে না চার গ্র্যান্ডস্লামের মালিককে। মা হতে যাওয়ার খবর জানিয়ে ওসাকা টুইটারে লিখেছেন, ‘আমি জানি আমার সামনে অনেক কিছুই আছে। তবে একটা জিনিস নিয়ে আমাকে ভাবতে হচ্ছে, তা আমার সন্তান। সে যেন আমার ম্যাচ দেখে অন্যদের গল্প বলতে পারে। সে যেন বলতে পারে, এই যে খেলতে দেখছ না, ও আমার মা।’ টুইটারে সেই পোস্টের সঙ্গে মা হতে যাওয়ার একটি স্ক্যানের ছবিও পোস্ট করেছেন ওসাকা। যেখানে ২৫ বছরের এই তারকা আরও লিখেছেন, ‘২০২৩ সালটা আমার অনেক কিছু শেখার বছর। আমি আশা করছি আপনাদের সবার সঙ্গে আমার আসছে বছরের শুরুর দিকে দেখা হবে। ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ফিরব আমি। সবাইকে ভালোবাসি।’ খুব অল্প সময়ের ব্যবধানেই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেনেই জিতেছেন চার গ্র্যান্ডস্লাম। ২০১৮ সালে ইউএস ওপেনের মাধ্যমে তার সূচনা। ২০২০ সালে জেতেনে ইউএস ওপেনের দ্বিতীয় ট্রফি। ২০১৯ এবং ২০২১ সালে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। এরপর বিশ্ব টেনিসের নতুন কিংবদন্তি হিসেবেও বিবেচনা করা হচ্ছিল জাপানি তারকাকে। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি ওসাকা। এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী নারী টেনিস তারকা ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের একটি ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে না এসে বিতর্কও ছড়িয়েছিলেন।
Discussion about this post