স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহ। জাতীয় দলের ক্যাম্প চলছে বেশ অনেকদিন ধরেই। শুরুতে সেখানে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। কিন্তু তাকে রাখা হয়নি রিজার্ভের তালিকায়ও। এর বাইরেও কয়েকজন ক্রিকেটার অনুশীলন করলেও অভিজ্ঞ এই ক্রিকেটারকে এরপর আর দেখা যায়নি। তবে বুধবার অনুশীলনে ফিরেছেন রিয়াদ। এদিন অবশ্য জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছেন বিশ্রামে। এমন দিনে দুপুর দুইটার দিকে মিরপুরে আসেন তিনি। এরপর মূল মাঠে রানিং ও ফিল্ডিং অনুশীলনের পর একাডেমি মাঠে অনুশীলন করেছেন মাহমুদলউল্লাহ রিয়াদ। জানা গেছে, এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর থেকে ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন তিনি। এর মধ্যেই এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা ৮ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে আলাদা ক্যাম্প করার কথা বলা হয়েছিল গণমাধ্যমগুলোতে। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু বলেনি বিসিবি। যদিও কয়েকদিন ধরেই জাতীয় দলের বাইরেও বেশ কয়েকজন ক্রিকেটারকে অনুশীলন করতে দেখা গেছে। এর মধ্যে চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা তামিম ইকবালও আছেন। সৌম্য সরকার, সাইফ হাসানদেরও দেখা যাচ্ছে এসব অনুশীলনে। ডেভেলপমেন্ট কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করছেন তারা।
Discussion about this post