ঢাকা: ঢাকাস্থ মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। শেখ হাসিনার পতনের পরদিন অর্থাৎ ৬ আগস্ট থেকে দূতাবাসের কার্যক্রম বন্ধ আছে বলে জানানো হয়। তখন বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কিন্তু আজ এক ফেসবুক পোস্টে দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হলো। পোস্টে বলা আছে, কারও যদি ভিসা অ্যাপয়েনমেন্ট নেওয়া থাকে তবে তারা কনস্যুলার সেকশনের পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করেন। আর অ্যাপয়েনমেন্টের জন্য একটি লিংকও দেওয়া হয়েছে।
Discussion about this post